বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. সুমন (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে সুপারি বাগানে পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মফিজুল ইসলামের ছেলে। তিনি বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় সোমবার (২২ জুন) দুপুর ১২টার দিকে ওই এলাকা থেকে মো. মিঠু (২৫) নামে হত্যাকারীকে আটক করেছে পুলিশ। আটক মিঠু একই এলাকার মো. নাজিমের ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, শনিবার (২০ জুন) রাত ৮টা থেকে নিখোঁজ ছিলেন কলেজ ছাত্র সুমন। রোববার (২১ জুন) তার মা মমতাজ বেগম বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজে সুমনের কল লিস্টে মিঠুর নম্বর পায় পুলিশ। সোমবার মিঠুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে সুমনের মৃত্যুর কথা জানায়। তার দেয়া তথ্য মতে আমরা সোমবার দুপুরে ওই এলাকার একটি সুপারি বাগান থেকে সুমনের পুঁতে রাখা লাশ উদ্ধার করি।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মিঠুকে জিজ্ঞাসাবাদে একের পর এক তথ্য দিচ্ছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া যাচ্ছে তা মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাবে না। জাগো নিউজ