মাটি খুঁড়ে বের করা হলো নিখোঁজ কলেজ ছাত্রের লাশ - The Barisal

মাটি খুঁড়ে বের করা হলো নিখোঁজ কলেজ ছাত্রের লাশ

  • আপডেট টাইম : জুন ২২ ২০২০, ১৯:৫৫
  • 793 বার পঠিত
মাটি খুঁড়ে বের করা হলো নিখোঁজ কলেজ ছাত্রের লাশ
সংবাদটি শেয়ার করুন....

‌ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলায় মো. সুমন (২০) না‌মে এক ক‌লেজ ছাত্র‌কে হত্যা ক‌রে সুপা‌রি বাগা‌নে পুঁতে রাখা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

নিহত সুমন উপ‌জেলার প‌ক্ষিয়া ইউনিয়‌নের ৭নং ওয়া‌র্ডের ম‌ফিজুল ইসলা‌মের ছে‌লে। তিনি বোরহানউদ্দিন আব্দুল জব্বার ক‌লে‌জের ডিগ্রী তৃতীয় ব‌র্ষের ছাত্র ছিলেন।

এ ঘটনায় সোমবার (২২ জুন) দুপুর ১২টার দি‌কে ওই এলাকা থে‌কে মো. মিঠু (২৫) না‌মে হত্যাকারী‌কে আটক ক‌রে‌ছে পুলিশ। আটক মিঠু একই এলাকার মো. না‌জি‌মের ছে‌লে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, শ‌নিবার (২০ জুন) রাত ৮টা থে‌কে নি‌খোঁজ ছিলেন ক‌লেজ ছাত্র সুমন। রোববার (২১ জুন) তার মা মমতাজ বেগম বোরহানউদ্দিন থানায় এক‌টি সাধারণ ডায়রি ক‌রেন। এরপর তথ্য প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে নি‌খোঁজে সুম‌নের কল লি‌স্টে মিঠুর নম্বর পায় পুলিশ। সোমবার মিঠু‌কে থানায় এনে জিজ্ঞাসাবাদ কর‌লে সে সুম‌নের মৃত্যুর কথা জানায়। তার দেয়া তথ্য ম‌তে আমরা সোমবার দুপু‌রে ওই এলাকার এক‌টি সুপা‌রি বাগান থে‌কে সুম‌নের পুঁতে রাখা লাশ উদ্ধার ক‌রি।

‌ভোলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মিঠু‌কে জিজ্ঞাসাবা‌দে একের পর এক তথ্য দি‌চ্ছে। আমরা তা‌কে রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ কর‌ব। ত‌বে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে যে তথ্য পাওয়া যা‌চ্ছে তা মামলার তদন্তের স্বা‌র্থে প্রকাশ করা যা‌বে না। জাগো নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট