বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর বাউফল উপজেলায় খালে গোসল করতে নেমে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান হাওলাদার (৩০)।সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালাইয়া বাজারের মার্চেন্টপট্টি এলাকার খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেদী সোমবার সকালে তার চাচা জহিরুল হক হাওলাদারের সঙ্গে একটি পণ্যবাহী ট্রলার নিয়ে বাউফলের কালাইয়া বাজারে যান।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাজারের মার্চেন্টপট্টি এলাকায় ঘাটলা দিয়ে খালে গোসল করতে নেমে তিনি ডুবে যান। সন্ধ্যা ৭টার দিকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেন।