বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে প্রচুর পরিমান নকল হ্যান্ডস্যানিটাইজার ও ঔষধ জব্ধ এবং অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৪ জুন বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিট সময় পটুয়াখালী সদরের নিউমার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমান নকল হ্যান্ডস্যানিটাইজার ও ঔষধ জব্ধ এবং অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে নকল হ্যান্ড স্যানিটাইজার রাখার অপরাধে ড্রাক এ্যাক্ট ১৯৪০এর ১৮/২৭ ধারায় জব্ধ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারায় মেসার্স রিতা মেডিকেল হলের মালিক মিহির কুমার রক্ষিত (৪০) কে ২৫,০০০ টাকা, মেসার্স সাঈদ ফার্মেসির মালিক মোঃ তৌহিদ (২৫)কে ২০,০০০/- টাকা, মেসার্স সফিন মেডিকেলের মালিক জগদীস চন্দ্র শীল (৫০)কে ৫,০০০ টাকা এবং মোঃ মাসুমকে ১০০টাকা জরিমানাসহ মোট ৫০,১০০ টাকা জরিমানা করা হয়। ইনভয়েস ব্যাতীত ও অঅনুমোদিত ঔষধ এবং বিপুল পরিমাণ নকল ও ভেজাল হ্যান্ডস্যানিটাইজার রাখার অপরাধে ড্রাক এ্যাক্ট ১৯৪০এর ১৮/২৭ ধারা মোতাবেক জব্দ করা হয় এবং উল্লেখিত জরিমানা সহ র্যাব টিম ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দকৃত আলামত সমুহ ধংস করা হয় এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান উক্ত অর্থদন্ড প্রদান করেন। এ সময় র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও মোঃ মুহিদ, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন পটুয়াখালী উপস্থিত ছিলেন।