বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\ সমুদ্র সৈকত কুয়াকাটায় ট্যুরিষ্ট পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগেও আবু সাঈদ (২২) নামক ট্যুরিষ্ট পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে।
নতুন আক্রান্ত দুইজনের করোনা উপসর্গ থাকায় গত ১৯ জুন নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার রাত ১০টায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে দুই দফায় ট্যুরিষ্ট পুলিশের ত সদস্য করোনা আক্রান্ত হওয়ায় পর্যটন নগরী কুয়াকাটাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
আক্রান্ত দুজন ২১ বছর ও ২৩ বছর বয়সী যুবক এবং কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন’র সদস্য হিসেবে কর্মরত। বর্তমানে তারা দুজন’ই স্টাফ কোয়াটারে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা সুস্থ্য আছেন বলে জানান ট্যুরিষ্ট পুলিশ জোন কর্তৃপক্ষ।