বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর বাউফল উপজেলায় বস্তা বদলে সরকারি চাল পাচারের সময় ১৩৩ বস্তা (সাড়ে ৩ টন) চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় গোডাউনের মালিকসহ তিনজনকে আটক করা হয়।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় বাউফল উপজেলার কাশিপুর বাজার থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- গোডাউন মালিক নুরুল হক (৩৫), ইদ্রিস (৪০) ও আজিজ (৪৫)।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় কাশিপুর বাজারের নুরুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ১৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। বস্তা বদলে সরকারি চাল পাচারের জন্য নুরজাহানের বস্তায় ভরেছিল তারা। এ সময় গোডাউনের মালিকসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।