বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলার দৌলতখানে এক পুলিশ কনস্টেবল দুই ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৬জুন) রাতে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে আসা তাদের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।
আক্রান্তরা হলেন পুলিশ কনস্টেবল ১জন, ব্যাংক কর্মকর্তা ২জন, একজন চরখলিফা ইউনিয়নের বাসিন্দা অন্যজন পৌরসভার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পিয়াস কান্তি সাহা জানান, দৌলতখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ জন। এদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।