বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিম প্যাদা (৩৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের তার নিজ বাড়ীর সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজ উদ্ধার করা হয়। আটককৃতকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার এসআই মো.মনির হোসেন জানান, আটককৃত ইব্রাহিম প্যাদা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হয়েছে।