কুয়াকাটায় উদ্ধার হওয়া চার শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর - The Barisal

কুয়াকাটায় উদ্ধার হওয়া চার শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ২০:৩৩
  • 763 বার পঠিত
কুয়াকাটায় উদ্ধার হওয়া চার শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ জুন।। পরিবারকে না বলে আজানার পথে বেড়িয়ে পড়া স্কুল-মাদরাসা পড়–য়া চার শিক্ষার্থীকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো সুমাইয়া (১৩), তাসিব হোসেন (১৩), ইয়াসিন (১৬) ও ইব্রাহিম (১৬)। মহিপুর থানা পুলিশ শুক্রবার শেষ বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সন্তানদের ফিরে পেয়ে খুশি অভিভাবকরা। পুলিশের এই আন্তরিকতায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সৈকতে থেকে টহলরত পুলিশ ওই চর জন শিশুকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন সকাল ১০ টায় উদ্ধারকৃত শিশু সুমাইয়া নানির লকার ভেঙ্গে টাকা নিয়ে প্রতিবেশী তাসিবকে নিয়ে বেড়িয়ে পড়ে অজনার পথে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ওইদিন রাতেই তারা শরীয়তপুরগামী লঞ্চে উঠে। এসময় লঞ্চে ইয়াসিন ও ইব্রাহিমের সাথে তাদের সখ্যতাসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুনরায় ঢাকা ঘুরে এ চার শিশু লঞ্চযোগে বরিশাল হয়ে কুয়াকাটায় এসে উপস্থিত হয়। আশ্রয় নেয় একটি আবাসিক হোটেলে। টাকা শেষ হয়ে গেলে খাবারসহ যাতায়াতের টাকা সংগ্রহের জন্য তারা মোবাইলসহ ট্যাব বিক্রি করতে গিয়ে টহল পুলিশের নজরদারিতে আসে। টহল পুলিশের আন্তরিকতায় শিশুরা এসময় সত্য ঘটনা খুলে বলে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোর-কিশোরীদের শুক্রবার বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
###

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট