বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্পোর্টস ডেস্ক।। সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোলড হচ্ছেন ভারত দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। কোচকে এভাবে হেয় করায় মুখ খুললেন দলটির অধিনায়ক বিরাট কোহলি। তিনি বললেন, ‘পরিকল্পনা করে রবিকে ট্রোল করা হচ্ছে।’
হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? ভারত অধিনায়ক জানান, ‘অধিকাংশ সময়ই এই ধরনের ঘটনাগুলো পরিকল্পনা মাফিক করা হয়। কেন করছে, কারা করছে জানি না। কিন্তু যেভাবে মিথ্যাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতেই মনে হয় ব্যাপারটা পরিকল্পিত। যদিও রবি এই জিনিসগুলো কোনও গুরুত্বই দেন না।’
কোচের প্রশংসায় আরও কিছু শব্দ খরচ করেন কোহলি। তিনি বলেন, ‘১০ নম্বর থেকে ওপেন করা। ওপেনার হিসেবে ৪১ গড়। এরকম একজন ক্রিকেটারকে বাড়িতে বসে যারা ট্রোল করে, তাদের কথায় উনি কান দেন না। এরপরও যাদের ট্রোল করার ইচ্ছা হচ্ছে, তাদের বলব, রবি যে বোলারদের সামলেছেন, তাদের সামলাতে। যা যা রবি ভাই দেখিয়েছেন, সেগুলো করতে। সাহস দেখাতে। তারপর তর্ক শুনব।’
ফারুখ ইঞ্জিনিয়ার-আনুশকা শর্মা বিতর্কেও মুখ খুলেছেন কোহলি। তিনি বলেন, ‘আনুশকা সফট টার্গেট। বিশ্বকাপের সময় ও ফ্যামিলি বক্সে বসেছিল। নির্বাচকদের বক্স আলাদা। আনুশকা যেহেতু জনপ্রিয়, তাই ওর নাম জড়িয়ে মশলাদার খবর রটানোর চেষ্টা করেন অনেকেই। তবে আমি আর আনুশকা এই ধরনের রটনায় কান দিই না।’