বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিলে ২০১৭ ও২০২০ সালে প্রিলিমিনারী গঈছ পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশদের অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির দাবীতে মানববন্দন কর্মসূচী পালিত।
গতকাল ৩০ জুন মঙ্গলবার সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে পটুয়াখালী বার এসোসিয়েশনের প্রিলিমিনারী ( গঈছ) পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশ ব্যানারে মানববন্দন পালনকালে উক্ত দাবীতে বক্তব্য রাখেন আইন শিক্ষানবিশ মোঃ শাহিন মিয়া, তানভীর সিদ্দিকী, মোঃ মানুবুর রহমান, জাগিদুল ইসলাম রুবেল, জাহিদুল ইসলাম মেজবাহ, মোঃ সোহেল রানা, নুর সাইয়েদা প্রমুখ।
বক্তারা বলেন ২০১৭ এবং ২০২০ সালে বাংলাদেশ বার কাউন্সিলে অনুষ্ঠিত প্রিলিমিনারী গঈছ পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশদের পরবর্তী লিখিত এবং মৌখিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করছে না বারকাউন্সিল। কবে নাগাদ লিখিত ও মৌখিক পরীক্ষা হবে, তারও কোন নিশ্চয়তা নেই। তাই তারা দেশের মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাছে, অনতিবিলম্বে প্রিলিমিনারী গঈছ পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশদেরকে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেটে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য জোর দাবী জানান বক্তারা।
প্রকাশ, পটুয়াখালী জেলায় প্রিলিমিনারী ( গঈছ) পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশ রয়েছে। সারাদেশে প্রায় ১২,৭০০ প্রিলিমিনারী ( গঈছ) পরীক্ষায় উত্তীর্ন আইন শিক্ষানবিশ রয়েছে বলেও আন্দোলনকারী আইন শিক্ষানবিশগন জানান। #