বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,৩০ জুন।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো.ইব্রাহিম খান (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে । সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন কমপ্লেক্স এর পাশে তার অটো অটোরিকশা ব্যাটারীতে চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় । গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ওই ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে বলে জানা গেছে ।
স্থানীয়রা জানান, সে গ্যারেজে ব্যাটারীতে চার্জ দিতে যায় । এসময় তার কাছে কোন লোকজন ছিল না । পরবর্তীতে অপর অটোচালক
ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায় ।
স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম জানান, ইব্রাহি বালিয়াতলী – বাবলাতলা রুটের অটো চালক । অসাবধানতা বসতঃ এ দূর্ঘটনার শিকার হয় ।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদ রহমান জানান, হাসপাতালে পুলিশ পাঠানো
হয়েছে । ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।