বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ একদল সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ও মারধরে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মোঃ জুয়েল হাওলাদার (২৬) নামের এক যুবক ২৫০ শয্যা হাসপাতালে কাতরাচ্ছে। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সদর থানায় করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, করোনা প্রভাবে যুবক জুয়েল হাওলাদার কিছুদিন মরিচবুনিয়া দ্বীনিয়া মাদ্রাসায় রাত্রিযাপন করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওলিউল্লাহ বাহিনী ঘটনারদিন ২৫.০৬.২০ইং তারিখ রাত ১১.৪৫ মিনিট সময় জুয়েলকে খাশের হাট বাজার থেকে একই এলাকার ওলিউল্লাহ খা ওরূপে ওলি বাহিনীর সদস্য মোঃ ফোরকান হাওলাদারগং জুয়েলকে মাদ্রাসায় ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী ওলিউল্লাহ বাহিনীর প্রধান ওলিউল্লাহ খা, মোঃ ফোরকান হাওলাদার, আবুল হাওলাদার ও আরিফসহ আরও ৩-৪জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশী তৈরী ধাড়াল অস্ত্র রাম দা ও লাঠিসোটা দিয়ে উপুর্যপরি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় গুরুতর জখম হয়ে জুয়েল হাওলাদার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা মারা গেছে ভেবে মাদরাসার খালের পাড়ে ফেলে রেখে উল্লাস করতে করতে চলে যায় সন্ত্রাসীরা। পরদিন ২৬ জুন সকালে জুয়েলের জ্ঞান ফিরে পায়। এ সময় স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য ডাক্তার দেখায়। তার অবস্থার অবনতি হলে স্থানীয়রা জুয়েলকে ২৭ জুন ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার জন্য তাকে ভর্তি করে। জুয়েল বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এ ঘটনায় উক্ত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পটুয়াখালী সদর থানায় একটি এজাহার দাখিল করেন। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্বজনরা জানান। হাসপাতালে চিকিৎসারত জুয়েল সন্ত্রাসীদের বিচার দাবী করেন।
স্থানীয়রা জানায়, ওলি উল্লাহ খা ৬-৭ বছর আগে অতি মুনাফার লোভ দেখিয়ে এলাকার বেশ কিছু লোকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে ৬-৭ বছর আত্মগোপনে ছিল্। সে সম্প্রতি এলাকায় এসে পুনঃরায় তার সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। তার বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ও ধানকাটা মামলায় রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামী বলে স্থানীয় একাধিক সূত্র জানায়। তার অত্যাচারে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। #