বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মো. আবদুস ছবুর হাওলাদার (৪০) নামে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা এলাকায় গাদেরহাটে এ ঘটনা ঘটে।
নিহত ছবুর হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সাতকাছিমা (গাদেরহাট) গ্রামের মৃত মো. ছোবাহান হাওলাদারের ছেলে। আর হত্যাকারী মো. মিজানুর রহমান মৃধা একই এলাকার মাহাতাব মৃধার ছেলে ও স্থানীয় মৃধা বাড়ি মসজিদের ইমাম।
নিহতের কন্যা কারিশিমা খানম জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় মৃধাবাড়ি মসজিদের ইমাম মো. মিজানুর রহমান মৃধা তাদের ঘরে ইট মারে। এ সময় তার বাবা ঘর থেকে বের হলে মিজানুর রহমান ধারালো দায়ের হাতলের সরু অংশ দিয়ে বাবার বুকে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা সাধক নিপু জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যাকারী মিজানুর রহমানকে আটক করা হয়েছে।