বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মোসাঃ সীমা (১৮) নামের এক যুবতী । মঙ্গলবার আনুমানিক রাত ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে এই যুবতী এ খবর নিশ্চিত করেছে মহিপুর থানা পুলিশ। মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের অনন্ত পাড়া গ্রামের দিনমজুর জহিরুল ইসলামের মেয়ে সীমা। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আত্মহননের এই ঘটনাটি ঘটে।
মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, মা বাবার সাথে অভিমানকরে এই যুবতী আত্মহত্যা করেছে। তবে কি কারনে অভিমান করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।