বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জননন্দিত সংগীত শিল্পী হাকালু হুন্দেসাকে হত্যার প্রতিবাদে উত্তাল আফ্রিকার দেশ ইথিওপিয়া। এরইমধ্যে আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৮০ জনের বেশি। ফলে দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। বুধবার থেকেই রাজধানীসহ বড় শহরগুলোতে সেনাবাহিনী অবস্থান নেয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, গত সোমবার ইথিওপিয়ার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হাকালুকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী হওয়া হত্যাকাণ্ড। এরপরদিনই হত্যার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পরে দেশটির মানুষ।
রাজধানীসহ দেশটির বড় শহরগুলোতে চলছে আন্দোলন। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৮১ জন মারা গেছে আন্দোলন থেকে। তবে পুলিশের দাবি এত সংখ্যক নিহতের কারণ এই বিক্ষোভের বিরুদ্ধে থাকা গোষ্ঠি। বিক্ষোভ ঘিরে গত দুদিনে বেশ কয়েকবার গুলির শব্দ পাওয়া গেছে। এরইপ্রেক্ষিতে, অবস্থা আরো খারাপ হওয়ার পূর্বেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশটিতে। প্রাথমিকভাবে ঝুকিপূর্ন স্থানগুলোতে অবস্থান নিয়েছে সেনারা।