বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় খেলার বল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু ইমরানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত ইমরান ওই গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
শিশুর স্বজনরা জানায়, বাড়ির সবাই যখন গৃহস্থলী কাজ করতে ব্যস্ত তখন বাড়ির উঠানে খেলতে ছিলো ইমরান। কিছুক্ষণ পর তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পুকুর পারে গেলে তার খেলার বলটি পুকুরে ভাসতে দেখতে পায়। তাৎক্ষণিক পুকুরে নেমে ইমরানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।