বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\ পর্যটন নগরী কুয়াকাটায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ্য পঁাচ শতাধিক হোটেল মোটেল,রিসোর্ট ও খাবার হোটেল কর্মচারীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এবং কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সহযোগিতায় ৩ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় হোটেল বনানী প্যালেস প্রঙ্গনে এ চাল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ মোতালেব শরীফ, অর্থ সম্পাদক মোঃ জিয়াউর রহমান শেখ, পৌর প্যানেল মেয়র মোঃ পান্না মিয়া, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার,সিনিয়র সদস্য মোঃ মনিরুল কুদ্দুস, সদস্য মোঃ জসিম উদ্দিন বাবুলসহ বিভিন্ন হোটেলের মালিক বৃন্দ।