বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ রাস্ট্রয়াত্ত্ব পাটকল বন্ধ ঘোষনার প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষক সমিতির সদস্যরা। গতকাল ০৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাবের সামনে পটুয়াখালী জেলা কৃষক সমিতির উদ্যোগে পাটকল বন্ধের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সমীর কর্মকার, কৃষক সমিতির সদস্য কাজী মনিরুজ্জামান কাউম, সুভাষ নাগ, প্রগতি লেখক সংগীত কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ, জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক সোহেল আহম্মদ প্রমুখ। বক্তারা পাটকল বন্ধ ঘোষনা প্রত্যাহার করে পাটকল চালু করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।