বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সঞ্জিত কুন্ডু (২৬) কে আটক করে গোয়েন্দা শাখার পুলিশ।
জানাগেছে, ০৫ জুলাই দুপুরে গোপন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি মোঃ শাহজাহান খান ও এসআই রফিক পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায় সঞ্জিত কুন্ড কে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশের ওসি মোঃ শাহজাহান খান জানান। স্থানীয়রা জানায় সঞ্জিত কুন্ড দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]