বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় উপজেলা ও পৌর ছাত্রলীগের ১৩ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, যুবলীগ কর্মী তাপস হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোয়েল, পৌর ছাত্রলীগের সহসভাপতি আরিফ ও ইকবাল, বাউফল সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভ ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ রহমানসহ ১৩ ছাত্রলীগ নেতাকর্মী আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
উল্লেখ গত ২৪ মে থানার সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস আহত হন এবং ওই চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাপসের ভাই পঙ্কজ দাস বাদি হয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জন ছাত্রলীগ নেতাকর্মী বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।