বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বয়স উত্তীর্ন মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টদেরকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃজন এবং মেডিকেল টেকনোলজিস্টদের চাকুরী শুরুতে ১০ গ্রেডে উন্নীত করনসহ ৬ দফা দবিীতে কর্মবিরতি কর্মসূচী পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবিরা।
গতকাল ০৯ জুলাই বৃহষ্পতিবার সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান সুজন, সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী লিটন, মোঃ রফিকুল ইসলাম, রিনা সুলতানা, শারমিন আক্তার, অরূপ, রাব্বি, মেহেদী প্রমুখ।
বক্তারা করোনা মহামারী শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে নিজেদেরকে ফ্রন্ট লাইনের সেবক দাবী করেন। বক্তারা অবিলম্বে দেশের ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টদেরকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদানসহ ৬ দফা দাবী বাস্তবায়নের জন্য মমতাময় মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করেন।