পটুয়াখালীতে পিবিআই’র নবাগত পুলিশ সুপারের মতবিনিময়সভা - The Barisal

পটুয়াখালীতে পিবিআই’র নবাগত পুলিশ সুপারের মতবিনিময়সভা

  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ১৮:০৪
  • 757 বার পঠিত
পটুয়াখালীতে পিবিআই’র নবাগত পুলিশ সুপারের মতবিনিময়সভা

All-focus

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল ৯ জুলাই বৃহষ্পতিবার দুপুর ১২টায় পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কার্যালয়ে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, গত ৭ জুলাই পিবিআই পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত সংস্থা। আমাদের কাজ মামলা তদন্ত করে সঠিক ঘটনা উদঘাটন করে রিপোর্ট পেশ করে বিচারকদের সহায়তা করা। পিবিআই এর সিডিউলভুক্ত মামলাসমুহ যথাযথ ও পূর্নাঙ্গ তদন্ত করার জন্য পিবিআই অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, একজন বিচারক তখনই সঠিকভাবে বিচারকার্য করতে পারবেন যখন তদন্ত যথাযথভাবে সম্পন্ন হয় আর সঠিক তদন্ত করাই হচ্ছে পিবিআই এর কাজ। পুলিশ সুপার তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন, পুলিশ পরিদর্শক এম সোবাহান খান ও আবদুল্লাহ আল মামুন, সাব ইন্সেপেক্টর এইচ এম আব্দুর রউফ, প্রেসকালাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ,সদস্য আতিকুল আলম সোহেল, সাথীর সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার বার্তাসম্পাদকবৃন্দ।
প্রকাশ, ২০১৪ সালে পটুয়াখালীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর কার্যক্রম শুরুর পর দীর্ঘ ৬ বছর পর এই প্রথম পুলিশ সুপার হিসেবে মোঃ কামরুজ্জামানকে নিয়োগ দিয়েছেন স্বরাস্ট্র মন্ত্রনালয়। এর আগে ৬ বছর একজন অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন পিবিআই পটুয়াখালীর কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পটুয়াখালীতে পিবিআই প্রাপ্ত ৩০৬ টি মামলার ২৩৮ মামলা এবং সিআর ৮৭৮ টি মামলার ৮২৫ টি মামলার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট