মাছ ব্যবসায়ী করতেন সিজারিয়ান অপারেশন: অতঃপর........ - The Barisal

মাছ ব্যবসায়ী করতেন সিজারিয়ান অপারেশন: অতঃপর……..

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ২১:৩২
  • 763 বার পঠিত
মাছ ব্যবসায়ী করতেন সিজারিয়ান অপারেশন: অতঃপর……..
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম মোস্তাফা নামের এক মাছ ব্যবসায়ী তার ক্লিনিকে নিজে ডাক্তার সেজে প্রসূতি মায়ের অপারেশন করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হবার পর দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে তিনটি ক্লিনিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকা, এমবিবিএস ছাড়া সিজারিয়ান অপারেশন করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদ- এবং ভুয়া চিকিৎসক ও ক্লিনিকের মালিকসহ দুইজনকে কারাদ- দিয়েছেন।
উপজেলার ধানীসাফা বন্দরের আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়া (৪৫) কে ৬ মাসের কারাদ- ও পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজার সংলগ্ন মহিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৪০) কে ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করার অপরাধে ৩ মাসের কারাদ-, ৩০ হাজার টাকা জরিমানা এবং ভুয়া ডাক্তার এ এইচ ভূইয়া সুজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদ- এবং সৌদি প্রবাসী হাসপাতালে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়াকে দিয়ে বিভিন্ন সময়ে অপারেশন করানোর অপরাধে ওই হাসপাতালের মালিক মো. মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মহিমা ক্লিনিকের মালিক গোলাম মোস্তফার কারাদ-ের খবর ছড়িয়ে পড়লে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তফা অপারেশন থিয়েটারের পোশাক পরিহিত অবস্থায় গর্ভবতী মায়েদের সিজার করা ছবি সম্বলিত স্ট্যাটাস দেন। মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী তাঁর আইডিতে লিখেছেন, “এই হচ্ছে মাছ মোস্তাফা যে মঠবাড়িয়ার মাছের আড়তের কেরানী। তার নিজের ক্লিনিকে নিজেই সিজারসহ অন্যান্য অপারেশন করেন।”
প্রবাসী সাইদুল হক খান বলেন, “আসুন মানুষের জীবন নিয়ে কসাই বাণিজ্যে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করি। স্থানীয়রা জানান, এর আগেও মোস্তাফার বিরুদ্ধে তার ক্লিনিকের নার্সকে যৌন হয়রানী, ভুয়া ডাক্তার দ্বারা অপারেশনে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট