বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সরকারী মোবাইল নাম্বার ক্লোন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকাল ৩ টা থেকে তার ব্যবহারিত সরকারী ওই নাম্বারটি ক্লোন করে বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।
ইতোমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ১০ হাজার টাকা করে চাওয়া হচ্ছে ওই নাম্বার থেকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, আমার সরকারি নাম্বারটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন জনকে ইতোমধ্যে ব্লাক মেইলের চেষ্টা চালাচ্ছেন। আমি সকলের কাছে অনুরোধ করছি কেউ যেনো এই প্রতারকদের ফাঁদে না জড়ায়। লালমোহন থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান ইউএনও।