বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে মাহিন্দ্রা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল ইসলাম স্বপন (৫২)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গাবতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেবানারীপাড়া সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. আসাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেল চালিয়ে তাজুল চাখার থেকে বরিশালের দিকে আসছিলেন। পথিমধ্যে গাবতলা এলাকায় যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পর লাশ বরিশাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ এখন হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত স্বপন বানারীপাড়ার চাখারের মাদারকাঠি এলাকার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছেন।