বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনা শহরে আবাসিক হোটেলে মাদক সেবনকালে বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার(১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে বরগুনার টাউন হল এলাকায় তাজবিন আবাসিক হোটেলে মাদক সেবন কালে তাদের আটক করা হয়।
বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদরের টাউন হল এলাকায় তাজবিন নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনের সরঞ্জামসহ বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা হয়েছে।