দেশ বিদেশের দর্শকদের বিমোহিত করল দুদেশের চার ক্ষুদে শিল্পি - The Barisal

দেশ বিদেশের দর্শকদের বিমোহিত করল দুদেশের চার ক্ষুদে শিল্পি

  • আপডেট টাইম : জুলাই ১২ ২০২০, ২৩:৫১
  • 868 বার পঠিত
দেশ বিদেশের দর্শকদের বিমোহিত  করল দুদেশের  চার  ক্ষুদে শিল্পি
সংবাদটি শেয়ার করুন....

ক‌রোনায় বদ্ধ ঘরে ব‌ন্দি থাকা শিশু‌দের নি‌য়ে মনমুগ্ধকর জমজমাট লাইভ অনুষ্ঠান করল চ্যা‌নেল প্রবাহ। অনুণ্ঠা‌নে দেশ বিদে‌শের অগ‌নিত দর্শক‌দের বি‌মো‌হিত কর‌লেন ভারত বাংলা‌দে‌শের চার শিশু শি‌ল্পি। এরা হল বালা‌দে‌শের তিন ক্ষ‌ুদে শি‌ল্পি সাইবাহ আহ‌মেদ, জা‌রিফ জাওয়াদ ও‌হি , ওয়া‌জিহা আহনাফ শৈত্য এবং ভার‌তের মাস্টার ঋ‌দ্ধিমান। দেড় ঘন্টা ব্যা‌পি লাইভ অনুষ্ঠা‌নে শিশু‌দের ক‌ন্ঠে আবৃ‌ত্তি, গান নৃ‌ত্যে দর্শকরা ছিল অ‌ভিভূত। বি‌শেষ ক‌রে শৈত্য আর ওহির হৃদয় কাড়া আবৃ‌ত্তি, সাইবাহ’র আঞ্চ‌লিক গান, ভার‌তের ক্ষু‌দে শিল্পি ঋ‌দ্ধিমা‌নের গানগু‌লো দর্শক‌দের বি‌স্মিত করে‌ছে। অনলাই‌নে দেশ‌বি‌দে‌শের দর্শকদের প্রশংসা আর আ‌র্শিবা‌দে কে‌টে‌ছে পু‌রোটা সময়। চ্যা‌নেল প্রবা‌হের ব্যবস্থাপনা প‌রিচালক কাজী মাহফুজ রানার চমৎকার উপস্থাপনা আর শিশু‌দের সাব‌লিল প‌রি‌বেশনা মুগ্ধ ক‌রে‌ছে দর্শক‌দের। আগামী‌দি‌নের ক‌বি ও‌হি আর জা‌রি‌ফের যৌথ আবৃ‌ত্তি যেন তার মা‌ জেস‌মিন বন্যার প্র‌তিচ্ছ‌বি । আগামী দি‌নের সাংস্কৃ‌তিক অঙ্গ‌নে আ‌লো ছড়া‌বে প্রত্যাশা নি‌য়ে দর্শক‌দের নানা প্রশংসা মি‌শ্রিত মুগ্ধ করা ক‌মেন্টসগু‌লোও মন কে‌ড়ে‌ছে সবার। দর্শক‌দের দা‌বি এধর‌নের শিশু‌দের নি‌য়ে আ‌রো অনুষ্ঠান হ‌লে তা‌দের প্র‌তিভা বিক‌শিত হ‌বে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট