ভোলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন - The Barisal

ভোলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন

  • আপডেট টাইম : জুলাই ১৩ ২০২০, ১৯:৫৮
  • 748 বার পঠিত
ভোলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

ভোলায় করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব উদ্ধোন করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ পিসিআর ল্যাবের উদ্ধোধন ঘোষণা করেন।
এসময় তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে সংসদ সদস্যবৃন্দ সারকারি ও ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। সকলকে সতর্কতার সাথে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্য সচেতনা মেনে চলারও আহবান জানিয়েছেন এই বর্ষিয়ান নেতা।

পরে তোফায়েল আহমেদের পক্ষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ফিতাকেটে ল্যাবটি চালু করেন।
এসময় ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন লাইনে অংশ গ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পরিকল্পনা বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারসহ প্রমূখ।
ভোলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ভোলার ২৫০ জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। এ ল্যাবে প্রতিদিন গড়ে ২ সিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) থেকে এ ল্যাবে করোনা পরীক্ষা শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। প্রথম দিকে ভোলার বিভিন্ন উপজেলা থেকে আসা করোনা নমুনা পরীক্ষা করা হবে। পরবর্তীতে ভোলার বাহিরের নমুনা পরীক্ষা করা হবে।
উল্লেখ, ভোলা সদর হাসপাতালের পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হয় গত ২২ জুন ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট