বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য সোমবার সন্ধ্যায় পটুয়াখালী সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা ও মুখে মাস্ক পরিধান না করার অপরাধে ২০ জনকে ৩,৫৫০ টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান আদালত।
র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অর্থদন্ড প্রাপ্তরা হচ্ছে- মোঃ বাবুল মৃধা (৪৫)কে ২০০টাকা, মোঃ খোকন মৃধা (৩০)কে ২০০- টাকা, মোঃ আমান উল্লাহ (৩০)কে ৫০- টাকা, মোঃ জাহিদুল ইসলাম (৩০)কে ৫০ টাকা, মোঃ ফারুখ হোসেন (৩২)কে ৫০ টাকা, মোঃ হানিফ শিকদার (৪১)কে ২০০ টাকা, মোঃ সানজু (২৮)কে ২০০ টাকা, শ্রী মহরাব (২৫)কে ২০০ টাকা, মোঃ আল আমিন
(২৮)কে , ২০০ টাকা, মোঃ তাজমিত ইসলাম (৩২) কে ২০০ টাকা, মোঃ আরিফ (১৮)কে ২০০ টাকা, মোঃ মহিউদ্দীন (২০)কে ২০০ টাকা, মোঃ মোস্তাফিজুর রহমান (২৩)কে ২০০ টাকা, মোঃ ফোরকান মোল্লা(৪৮)কে ২০০ টাকা, মোঃ আল আমিন (৩৫)কে ২০০ টাকা, মোঃ খোকন হাং (৩৪)কে ২০০ টাকা, মোঃ বাচ্চু পাঠান (২০)কে ২০০ টাকা, মোঃ মেহেদী হাসান (২০)কে ২০০টাকা, মোঃ মুসফিকুর (২১)কে ২০০ টাকা ও মোঃ নাঈম হোসেন (১৮) কে ২০০ টাকা,সহ সর্বমোট ৩,৫৫০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী মোঃ
মাহবুবুর রহমান এবং ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা
মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন।