বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি১৪ জুলাই।।
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহি মাহেন্দ্র ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছে । আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এরা হলো মো.আরিফ (২৪) জলিল প্যাদা (৬০),আফজাল (৬০), জাকারিয়া ও মো.মালেক (৫০) । মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা-কলাপাড়া সড়কের ঘুটাবাছা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোশারেফ হোসেন জানান, মহিপুর থেকে যাত্রীবাহি মাহেন্দ্র কলাপাড়ায় আসছিল। অপরদিকে, কলাপাড়া থেকে একটি অটোরিকশা মহিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ।পথিমধ্যে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্র ও অটোরিক্্রার মুখোমুখি সংর্ঘষ হয় । এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসেন ।