বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর - The Barisal

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৭:০৭
  • 794 বার পঠিত
বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এন্ড্রু কিশোর
সংবাদটি শেয়ার করুন....

বাবা মায়ের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন প্লে­ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। বুধবার দুপুরে রাজশাহীর কাজীহাটা এলাকার চার্চ অব বাংলাদেশের নিজস্ব সমাধিতে তাকে সমাহিত করা হয়।

বুধবার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজের হিমাগার থেকে শিল্পীর মরদেহ নগরীর কাজীহাটায় চার্চ অব বাংলাদেশ গির্জায় আনা হয়। সেখানে রাখা হয় সকাল ১১ টা পর্যন্ত। এসময় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। সেখানে উপস্থিতি ছিলেন শিল্পীর স্বজন ও সহকর্মীরা। অনেকেই সেখানে ফুলেল শুভেচ্ছায় শিল্পীকে শ্রদ্ধা জানান। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, ইথুন বাবু সেখানে উপস্থিত ছিলেন।

এরপর সকাল ১১ টায় নেয়া হয় চার্চ অব বাংলাদেশের নিজস্ব সমাধিস্থলে। নগরীর সার্কিটহাউসের উল্টোপাশের এই সমাধিস্থলেই শিল্পীর বাবা ও মায়ের সমাধি রয়েছে। সেখানেই তাকে সমাহিত করা হয়। এসময় বিশেষ প্রার্থনা শেষে তাকে সমাহিত করা হয়। সেখানে শিল্পীকে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ ক্রিকেটদলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ সাংস্কৃতিকজন, বন্ধু, সহশিল্পীরা। এসময় শিল্পী এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা, কন্যা সংঘা, পুত্র সপ্তক, বোন ডা. শিখা বিশ্বাস, দুলা ভাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট