বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের বাড়ীতে নলকূপে পানির পরিবর্তে বেড়িয়ে আসছে গ্যাস।
আর সেই গ্যাস দিয়ে বর্তমানে সে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে । মঙ্গলবার উপজেলার ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামে কৃষক নাসির উদ্দিনের বাড়ীতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বর্তমানে প্রতিদিন মানুষ ভীড় করছে গ্যাস’র ব্যবহার দেখার জন্য। তবে পানির পরিবর্তে গ্যাস পেয়ে বেজায় খুশি ওই কৃষক।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে মাটির নিচে নলকূপ স্থাপনের জন্য পাইপ বসানোর সময় অন্ততঃ ৫০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। এসময় মিস্ত্রীরা কোনো রকম নলকূপ বসিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে বাড়ির মালিক নাসির উদ্দিন নলকূপ থেকে মটারের সাথে পাইপ সংযোগ দিতে গিয়ে নলক‚পের নিচে এক ফুট গর্ত করার পরেই বুদ বুধ আকারে গ্যাস বের হচ্ছে দেখতে পান।কৃষক নাসির উদ্দিন জানান, সে নলকূপের সাথে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করার সাথে সাথে গ্যাস বেড়িয়ে আসে। এসময় পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি জেনেছি এবং ধুলাসারের চেয়ারম্যানকে জানানো হয়েছে। যাতে গ্যাসের কাছাকাছি কেউ আগুন ব্যবহার না করে। আরও দু’একদিন দেখে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েনে।