বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে জেলার ৮টি উপজেলায় এক লক্ষ ৬২ হাজার ৬’শ চারা রোপন কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল ১৬ জুলাই বৃহষ্পতিবার সকাল ১১ টায় ডিসি মঞ্চ মাঠে চারা রোপন করে জেলায় এক লক্ষ ৬২ হাজার ৬.শ চারা রোপনের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মহিলা সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় একই মাঠ চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উক্ত কার্যক্রম বাস্তবায়নে করনীয় সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুকিত হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আঃ মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
উক্ত সংখ্যক চারা রোপনের মধ্যে সদর উপজেলায় ২০,৩২৫, মির্জাগঞ্জে ২০,৩২৫, কলাপাড়ায় ২০,৩২৫, বাউফলে ২০,৩২৫, রাঙ্গাবালী ২০,৩২৫, দশমিনায় ২০,৩২৫, গলাচিপায় ২০,৩২৫ ও দুমকি উপজেলায় ২০,৩২৫টি চারা রোপন করা হবে বলে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান।