বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কাউখালী ও ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে- কাউখালী- সোনাকুর ঘাটে দীর্ঘ প্রতিক্ষিত ও প্রত্যাশিত ফেরি চলাচল শুরু হয়েছে, এই জন প্রত্যাশিত ফেরীর উদ্বোধন করেন, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ১২৮, পিরোজপুর – ২ ( ভান্ডারিয়া- কাউখালী- ইন্দুরকানী) আসনের সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন মঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব কাজী হারুনুর রশীদ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টি জেপি যুগ্ম আহবায়ক, জনাব মাহিবুল হাসান (মাহিম) সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল, জাতীয় পার্টি জেপি সাধারন সম্পাদক মোঃ শাহআলম নসু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্হানীয় জনপ্রতিনিধি বর্গ।
আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।