বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাসন উপজেলার কাজল মিয়ার বাজারে যাত্রা শুরু করল কোরবানির পশুর হাট।
কাজল মিয়ার বাজারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম কাজলের পৃষ্ঠপোষকতায় শনিবার পশুর হাটটি উদ্বোধন করেন নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার।
এ সময় আলমগীর হোসেন হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটটি এ বাজারে চালু করায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বেচা-কেনায় সুবিধা হয়েছে।
উক্ত বাজারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম কাজল বলেন, পশ্চিম অঞ্চলে কোরবানি পশুর হাট দূরে থাকায় চরাঞ্চলে যারা গরুছাগল পালন করে, তাদের জন্য গরু-ছাগল আনা-নেওয়া অসুবিধা হয়ে পরেছে। তাই ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য এ বাজারে কোরবানি পশুর হাটটি চালু করেছি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ হোসেন নুরাবাদ আ’লীগের সাধারন সম্পাদক, মোঃ ইউছুফ নুরাবাদ যুবলীগ সভাপতি, মোঃ কাজল নীলকমল ইউপি সদস্য, মোঃ মতিন মেম্বার মোঃ সুমন মেম্বার ও মোঃ মনির মেম্বার প্রমুখ।