বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর শহরতলী জৈনকাঠি ইউনিয়নের কাঁটাখালী বাজার হইতে জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তাসমূহ ইউনিয়নর অন্যান্য কাঁচা রাস্তা সমূহ পাকা করনের দাবীতে মানববন্ধন করেছে ইউনিয়নের জণগন।
গত শুক্রবার বিকাল ৪টায় জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জৈনকাঠী ইউনিয়নের সবস্তরের জণগন ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক মোঃ ফোরকান মাস্টার, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নেছার উদ্দিন, পটুয়াখালী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, মোঃ শাহিন, মোঃ এনামুল হক রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, পটুয়াখালী জেলা শহরের অবকাঠামো উন্নয়ন হলেও শহরের অতিনিকটে শহরতলী জৈনকাঠী ইউনিয়নের জনপদের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তারা অবিলম্বে জৈনকাঠী ইউনিয়নের কাঁচা রাস্তা সমূহ পাকা করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।