বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভোলার দৌলতখানে শনিবার রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মো. নাঈম মাতাব্বর নামে এক কলেজ ছাত্রের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে।
দুর্বৃত্তরা তার দুই মামা পারভেজ ও আল-আমিনকেও বেধড়ক পিটিয়ে আহত করে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরশুভী কওমী মাদরাসার কাছে শনিবার রাত ৮টার দিকে।
রাতেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেছে।আহতদের মধ্যে নাঈম মাতাব্বরের অবস্থা আশঙ্কাজনক।
নাঈম বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল মান্নান মাতাব্বরের ছেলে ও একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাবাজার ফাতেমা খানম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র (এইচএসসি পরীক্ষার্থী)।
দৌলতখান থানার ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।