বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, ভেজাল ঔষধ, মেয়াদোর্ত্তীর্ন ও উত্তেজক ঔষধ বিক্রি ও রাখার দায়ে এক ঔষধ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, ১৯ জুলাই রবিবার বিকালে পটুয়াখালী জেলা শহরের হেতালিয়া বাঁধঘাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রূপালী মেডিকেলে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা মূল্যের নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ন এবং উত্তেজকসহ হরেক রকমের ঔষধ জব্ধ করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় রূপালী মেডিকেলের স্বৃত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনকে ৩৫ হাজার টাকা জরমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। বিকাল সাড়ে ৫টায় ডিসি লঞ্চঘাটপ জব্ধকৃত ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদৃদিন আল মাসুদ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম ও সদর থানা পুলিশের এসআই
সাহাবুদ্দিন। এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান।