বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি ।।
রবিবার রাত ৮ টায় হফেজ মোঃ ইউছুফ নামে এক যুবক বাল্য বিয়ে করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
নুরাবাদ ৬ নং ওয়ার্ডের কবিরের ১০ শ্রনীর পড়ুয়া কণ্যাকে বিয়ে করে আবদুল্লাহপুর ইউনিয়নের হাফেজ মোঃ ইউছুফ। এ ঘটনায় দুলারহাট থানার সাংবাদিক রা সেখানে গেলে মেয়ের পক্ষ নিয়ে নসু নামে এক লোক সহ কয়েকজন মিলে সংবাদকর্মীদের হুমকি মারধরের চেস্টা করে। পরে দুলারহাট থানা পুলিশ বর ইউছুফ কে থানায় নিয়ে আসে। এদিকে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে খবর দিলে ইউএনও ভ্রাম্যমান আদালতে বরের ১৫ হাজার টাকা জরিমানা করেন।