বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনার তালতলী উপজেলায় সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ৮ ঘণ্টা পর ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ডুবে যাওয়া ট্রলার ও জাল পাওয়া যায়নি।
রোববার গভীররাতে তালতলীর আশারচর ও নিদ্রা সকিনার প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বাইসদার বয়ার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ট্রলারের মাঝি শাহিন ঘরামী বলেন, উপজেলার নিদ্রা সকিনা এলাকার আলমগীর খলিফার এফবি মালেকা-১ ট্রলারটি নিয়ে ৪-৫ দিন আগে গভীর সাগরে ইলিশ শিকারে যাই।
ট্রলারে মাছ বোঝাই হলে রোববার তালতলীর উদ্দেশে রওয়ানা দেয়া হয়। ট্রলারটি গভীর সাগরের বাইসদার বয়ার আনুমানিক ১০ কিলোমিটার পূর্বে আসলে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
ট্রলারে থাকা ১৩ জেলে ৮ ঘণ্টা পানির ঢেউয়ের সঙ্গে লড়াই করি। পরে স্থানীয় একটি ট্রলারে উদ্ধার করে আমাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ওই ট্রলারে ১৩ জেলের বাড়ির তালতলী উপজেলার আশারচর, নিদ্রারচর ও সকিনা গ্রামে।
তবে ডুবে যাওয়া ট্রলার ও এর মালামালের কোনো খোঁজ মেলেনি।
ডুবে যাওয়া ট্রলারের মালিক আলমগীর খলিফা জানান, ওই ট্রলার ও মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।