বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্য ৮৬৯ জন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছে ১১ জন। এর মধ্যে পটুয়াখালী সদরে ৬জন, বাউফলে ২জন, গলাচিপায় ১জন, রাঙ্গাবালীতে ১ জন এবং দুমকি উপজেলায় ১জন।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৯ জন। জেলায় সুস্থ হয়েছেন ৪১০জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩২ জন। হাসপাতালে
আইসোলেসেনে আছে ৯জন। হোম আইসোলেসনে আছে ৪৩৪ জন। আক্রান্ত সবাই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা
সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালী জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত
হয়ে মারা যায় ২৯ এপিল। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু ঘটেছে ২৫ জনের।