বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্কুল-কলেজের আরও ১ হাজার ১৭০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৭৭১ জন এবং কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে বরিশালে স্কুল ও কলেজে ৪৩জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে বিধিসম্মতভাবে এমপিও আবেদন করেছিলেন। সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান, ৭৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১৫ জন, কুমিল্লা অঞ্চলের ২৬ জন, ঢাকা অঞ্চলের ১৩৫ জন, খুলনা ৯৫ অঞ্চলের জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩৫ জন, রাজশাহী অঞ্চলের ৬৩ জন, রংপুর অঞ্চলের ১১৮ জন, সিলেট অঞ্চলের ২১ জন এবং অফলাইনে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।কলেজের ৩৯৯ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৫ জন, কুমিল্লা অঞ্চলের ৯ জন, ঢাকা অঞ্চলের ১০ জন, খুলনা অঞ্চলের ৬৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৮ জন, রাজশাহী অঞ্চলের ৬৯ জন, রংপুর অঞ্চলের ৮২ জন, সিলেট অঞ্চলের ৩ জন এবং অফলাইনে আবেদন করা ১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।