বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির হাওলাদারের একমাত্র ছেলে মো. রুম্মান হাওলাদার (৩৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার।
বামনা হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রুম্মান প্রায় ২৫ দিন ধরে জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। তিনি তার পরিবারের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৯ জুলাই করোনা টেস্ট করতে নমুনা দেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ল্যাব ইউনিট থেকে গতকাল বুধবার তার করোনা রিপোর্ট নেগিটিভ আসলেও আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।