বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে উৎসব ভাতার আটটি চেক হস্তান্তর করা হয়েছে।
আগামী ২৯ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উৎসব ভাতার সরকারি অংশ তোলা যাবে বলে জানিয়েছে অধিদপ্তর। সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দুই ঈদ মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে দেওয়া হয়।