বরিশাল ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার/বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সম্মেলনের সভপিতিত্ব করেন, বরিশালের সদস্য ও সাংবাদিক জিয়া শাহীন। প্রধান অতিথি ছিলেন কর্মচারী সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, খিলগাও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের আলহাজ মোঃ রফিকুল ইসলাম তালুকদার মন্টু। বক্তব্য রাখেন আদনান হাবিব, নুরুজ্জামান, শহিদুল ইসলাম, জিহাদ হোসেন প্রমুখ। এরপর সদস্যদের ভোটে মোঃ রফিকুল ইসলাম তালুকদার মন্টুকে সভাপতি, জিয়া শাহীনকে ১নং সহসভাপতি এবং আদনান হাবিবকে মহাসচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ হবে এক বছর। গঠনতন্ত্র সংশোধন ও পরিবর্ধনের জন্য জিয়া শাহীনকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।