বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও বামনা উপজেলা সদরের চাড়াখালী গ্রামের মো. ইউনুসের পুত্র মো. মহিন(১৭) শনিবার (২৫ জুলাই) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
জানা যায় মো. মহিন তাদের বাড়ীর মসজিদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে লাইনের সংস্কারের কাজ করছিল এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বামনা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার জানান, পরিবারের লোকজনের দাবী মাহিন বিদ্যুস্পৃষ্ট হয়েই মারা গেছে তাই আমরা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করতে চাই। পরিবারের দাবীর প্রেক্ষিতে তাদের কাছ থেকে অঙ্গিকারনামা নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।