বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩ টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন আদমপুর গ্রামের রাজমিস্ত্রী মো. মোজিবর হাওলাদারের ছেলে।
স্বজনরা জানান, আদমপুর গ্রামের রাজমিস্ত্রী মোঃ মোজিবর হাওলাদার পরিবার নিয়ে আদমপুর বাজারে ভাড়া থাকতেন। ঘটনার দিন শিশু মোহাম্মদ ইয়াছিন দুপুরের খাবার খেয়ে পা ধোয়ার কথা বলে ঘরের পাশের পুকুরে যায়। পরে দীর্ঘ সময় পরও ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।