বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জালাল আহমেদঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি দুই দিনের সরকারী সফরে পটুয়াখালী অাসছেন। মন্ত্রী শনিবার সন্ধ্যা ৬.৩০ মিঃ সময় পায়রা বন্দরে উপস্থিত হবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী পরদিন রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় পায়রা বন্দর কর্ত পক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন এবং সকাল ১০.৩০ মিনিট সময় পায়রা বন্দরে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। বেলা ১১টায় পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর ১২ টায় পায়রা বন্দর হতে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ অাবরাউল হাছান মজুমদার কর্তৃক প্রেরিত পত্র সূত্রে জানা গেছে।