বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও গাজী টিভির কুয়াকাটা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামের নামে
অপ-প্রচারের প্রতিবাদ জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের সদস্যরা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩ টায় এ প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা ও একটি অনলাইন নিউজ পোর্টালে মহিপুর প্রেসক্লাবের সভাপতিকে নিয়ে মিথ্যা ও কু-রুচিপূর্ণ সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি একটি পক্ষকে আড়াল করতে উদ্দেশ্য প্রনিতভাবে করা হয়েছে। কোন ধরনের তথ্য উপাত্ত ছাড়াই প্রেসক্লাবের সভাপতিকে জড়িয়ে এহেন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের সদস্যরা।
মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন, মহিপুর ইউনিয়নের মানুষের সেবামুলক ও উন্নয়ন কাজে ঈষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের প্ররোচনায় একটি গোষ্টিকে আড়াল করতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। তিনি এর তীব্র নিন্দা জানান।