বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান প্রতিনিধি।। ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে মিহি নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬জুলাই) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বাড়িতে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মিহি ওই এলাকর আরশাদুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা তাকে এক ঘণ্টা ধরে খুঁজছিল। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ তাদের ঘরের পাশে থাকা একটি পুকুরে পাওয়া যায়। দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।